আপডেট : ১৬ আগস্ট, ২০১৬ ১৪:০২
শুভশ্রী'র যে ছবিটি এখন ভাইরাল
অনলাইন ডেস্ক

এবার সাদা টি-শার্ট আর লো-ওয়েস্ট জিন্সে ফ্রেমবন্দি হলেন শুভশ্রী। শুটিং না থাকায় বিচে একান্ত সময় কাটাচ্ছিলেন তিনি। সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল। ইতালির বিচে তার একান্ত কিছু মুহূর্ত এখন ওয়েব ওয়ার্ল্ডে চর্চার বিষয়।
‘বস’ ছবির পর আবার একসঙ্গে জুটিতে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে জিৎ-শুভশ্রীকে। 'অভিমান' নামের এই ছবিতে তাদের সঙ্গে অাছেন অভিনেত্রী সায়ন্তিকাও।
পরিচালক রাজ চক্রবর্তীর পরিচলনায় আপাতত ছবির শুটিং চলছে ইতালিতে। সেখানেই ছুটির মুডে ধরা দিলেন নায়িকা।
বিডিটাইমস৩৬৫ডটকম/বুলা