মার্চে আসছে অ্যাপেল ধামাকা!
.jpg)
অ্যাপেল একটি সর্বজনীন প্রতিষ্ঠান। প্রতিনিয়ত অ্যাপেল নিয়ে আসছে নতুন নতুন গ্যাজেট যা অনেক বেশী সাড়া ফেলছে প্রযুক্তি প্রেমিদের মনে। অনেক প্রতিক্ষার পর ৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন ৫এসই মার্চের ১৮ তারিখে বাজারে আনতে যাচ্ছে অ্যাপেল।সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ৯টু৫ ম্যাকের প্রতিবেদক মার্ক গার্মান।
প্রতিবেদনে গার্মান ভবিষ্যদ্বাণী করে যে, ঐ একই দিনে অ্যাপেল এর পরবর্তী আইপ্যাড অর্থাৎ, আইপ্যাড এয়ার ৩ বাজারে ছাড়বে। শোনা যাচ্ছে, ১৫ মার্চ এক ইভেন্টে দুটি পণ্যই জনসম্মুখে উন্মোচন করবে অ্যাপেল। অর্থাৎ, জনসম্মুখে ঘোষণার তিন দিন পরই আইফোন ৫এসই এবং আইপ্যাড এয়ার ৩ বাজারে বিক্রি শুরু হবে। গার্মান জানায়, ডিভাইসগুলো কিনতে কোন প্রি-অর্ডারও করা লাগবে না অ্যাপেল ভক্তদের।
আইফোন ৫এসই’র দাম কত হবে তা এখনও পরিষ্কার নয়, তবে এর দাম আইফোন ৬ এবং ৬এস’র থেকে অপেক্ষাকৃত কম হবে বলে প্রতিবেদনে দাবী করা হয়। প্রযুক্তিবিদরা অনেকেই ধারণা করছেন আইফোন ৫এসই’র দাম ৫০০ মার্কিন ডলারের আশে পাশে থাকবে।
আইফোন ৫এসই’তে আইফোন ৫এস’র মতো ৪ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। এই স্ক্রিনটিই আইফোন ব্যবহারকারীদের কাছে অধিকতর জনপ্রিয়। গবেষণা প্রতিষ্ঠান মিক্সপ্যানেলের এক গবেষণায় দেখা গেছে, এখনও অন্তত ৩০ শতাংশ আইফোন ব্যবহারকারী ৪ ইঞ্চি আইফোন ডিসপ্লে পছন্দ করেন। আইফোন ৫ এবং ৫এস-এ তা বিদ্যমান।
আইফোন ৫এস’র ডিজাইনের সাথে সাদৃশ্য রেখেই আইফোন ৫এসই তৈরি করা হবে জনশ্রুতি আছে। তবে ফোনটির ফ্রন্ট প্যানেলে আইফোন ৬ অথবা ৬এস’র মতো কার্ভড এজ থাকবে বলেও শোনা যাচ্ছে। আইফোন ৬এস এবং আইফোন ৫এস’র সম্মিলনে আইফোন ৫এসই’র ডিজাইন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসপি