নতুন ছয়টি সেবা আনলো ‘পিপীলিকা’

পিপীলিকা সাম্প্রতিক সংবাদ, পিপীলিকা লাইব্রেরি, পিপীলিকা কেনাকাটা, পিপীলিকা জব সার্চ, পিপীলিকা বানান সংশোধনী ও পিপীলিকা শব্দ কল্প দ্রুম নামক ছয়টি নতুন সেবা আনলো বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’।
৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন সেবাসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহম্মদ জাফর ইকবাল।
উদ্বোধন অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, ‘ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে নয়, দেশের জন্য, বাংলা ভাষার প্রসারের জন্য আমরা এই প্রকল্পটিতে কাজ করে যাচ্ছি। আমরা যখন গুগলের মত বিদেশি কোনো সার্চ ইঞ্জিনে মা, মাতৃভাষা ইত্যাদি সার্চ করি, তখন ভয়ংকর কতগুলা ব্যাপার ঘটতে থাকে। রাষ্ট্রীয়ভাবে আমাদের একটি সার্চ ইঞ্জিন থাকা উচিত।’
২০১৩ সালের ১৩ এপ্রিল যাত্রা শুরু করে বিশ্বের সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’।
পিপীলিকার উন্নয়নে জাফর ইকবালের তত্ত্বাবধানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কাজ করে যাচ্ছেন।