আলোর গতিকেও হার মানাবে মহাকাশ যান!
-img.jpg)
এবার আলোর গতিকে হার মানানোর প্রয়াস নিয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা’র বিজ্ঞানী হ্যারল্ড হোয়াইট ও তার দল। শুনতে খুব অদ্ভুত মনে হলেও সত্যি তারা প্রয়াস করেছেন যে তারা আলোর গতিকে হার মানাতে পারবে অর্থাৎ আলোর গতিতে চলতে পারবে এমন মহাকাশযান তৈরির।
বিজ্ঞানী হ্যারল্ড হোয়াইট ও তার দল চেষ্টা করছেন এমন একটি মহাকাশযান বানানোর যা আলোর গতিতে চলবে। প্রাথমিক ভাবে এটীর নাম দেয়া হয়েছে ‘ওয়ার্প ড্রাইভ স্পেসশিপ’। তাদের এই চেষ্টার কথা শুনে হতবাক পুরো দুনিয়া!
এই কাজটি হার মানাতে যাচ্ছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর আলোর সূত্রকেও। তার সূত্র মতে, আলোর গতিতে চলতে হলে কোন বস্তুর ভর হতে হবে শুন্য আর শক্তি হতে হবে অসীম।
আর্টিস্ট মার্ক রেডমেকার বর্তমানে এটির ডিজাইন নিয়ে কাজ করছেন এবং হ্যারল্ড হোয়াইট ও তার দল এটির উপর গবেষনার কাজ করছেন। বর্তমানে নাসা এটিকে প্রাথমিক পর্যায়ের একটি প্রোজেক্ট হিসেবে দেখছে। তবে ডিজাইন তৈরি না হওয়া পর্যন্ত নাসা এটির উপর গবেষনা শুরু করবেনা বলে জানিয়েছে।
দেখা যাক, মানুষ আলোর গতিকে হার মানাতে পারে কি না। এখন শুধু অপেক্ষার পালা।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসপি