আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৬ ১৭:৫৪
বাংলাদেশে উন্মুক্ত ফেসবুক মেসেঞ্জারে বিনামূল্যে ভিডিও কল
বিডিটাইমস ডেস্ক

বাংলাদেশের জন্য ফেসবুক মেসেঞ্জারে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল উন্মুক্ত করলো ফেসবুক কর্তৃপক্ষ।
বিশ্বের প্রায় সব দেশেই ভিডিও কল করার সুবিধা খুলে দিয়েছে ফেসবুক। যার ফলে বড় ধরনের নেটওয়ার্ক বিস্তৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শুরুতে মাত্র ১৮টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছিলো। বর্তমানে ৬০ কোটি মানুষ ফেসবুকের মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন।
উল্লেখ্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপে এই ফিচারটি যুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে তা বাংলাদেশের জন্য ডিজেবল ছিল। তবে এখন থেকে এ সুবিধা পাবেন ফেসবুক ব্যবহারকারীরা।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে