চমকে দিতে আসছে স্যামসাং গ্যালাক্সি S7; তৈরী থাকুন

প্রযুক্তি প্রেমিদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রযুক্তিবিদরা।
আপনি যদি সত্যিকারের প্রযুক্তি প্রেমি হয়ে থাকেন তবে, আপনার জন্য রয়েছে এক দারুণ খবর! স্যামসাং খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন মুঠোফোন গ্যালাক্সি S7.
প্রতিবারের মত এবারো থাকছে এতে অনেকগুলো চমক। স্যামসাং এর এই নতুন মুঠোফোনে থাকছে ৫.১ ইঞ্চি ৪ কে কালার ডিসপ্লে, সঙ্গে থাকছে গোরিলা গ্লাস ৫। এছাড়াও এতে ব্যাবহার করা হবে শক্তিশালী স্নাপ ড্রাগন প্রসেসর।
এছাড়াও এর মাঝে থাকছে ৪ গিগা র্যাম, ৬৪ গিগা ইন্টারনাল ম্যামরী, ১৬৪ গিগা পর্যন্ত এক্সপেন্ডেবেল ম্যামরী, ১২.২ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এসব ছাড়াও থাকবে অত্যাধুনিক রেটিনা ডিস্প্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্যারোমিটার, এক্সেলেরোমিটারসহ আরো নতুন প্রযুক্তি এবং এটি হবে আল্ট্রা-স্লীম মডেলের।
এক কথায় বলা যায় ৪০০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন এই ফোনটি আনবে একটি নতুন ধারা কিন্তু এর জন্য প্রযুক্তি প্রেমিদের অপেক্ষা করতে হবে এ বছরের মাঝামাঝি সময় পর্যন্ত।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসপি/পিএম