আপডেট : ২৩ নভেম্বর, ২০১৫ ১৯:১৭

বিকল্প উপায়ে চলছে ফেসবুক, ভাইবার!

অনলাইন ডেস্ক
বিকল্প উপায়ে চলছে ফেসবুক, ভাইবার!

গত বুধবার থেকে নিরাপ্ততাজনিত কারণে বন্ধ করে দেয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপস ও মেসেঞ্জার সহ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম।

কিন্তু বিভিন্ন উপায়ে এরি মধ্যে ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করছে বলে জানিয়েছে। বিশেষ করে জনপ্রিয় ফেসবুক ব্যবহারে সফল হয়েছে অনেকে।

ফেসবুক বন্ধ করা হলেও বিকল্প প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনেকে ব্যবহার করছে। আবার অনেক এলাকায় স্বাভাবিক ভাবেই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

এ বিষয়ে আইআইজি ( ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওইয়ে) কোম্পানির কর্মকর্তা বলছেন, অ্যাপস গুলো পুরোপুরি বন্ধ করে দেয়ার প্রযুক্তি এদেশে নেই। এজন্য  ব্যবহারকারীরা সহজে এই সকল অ্যাপসে ঢুকতে পারছেন।

এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান শাজাহান মাহামুদ বলেন, ৯০ শতাংশ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরোপুরি বন্ধ করার পক্রিয়া চলছে। 

তিনি আরও জানান, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপস সহ প্রায় ১০টি অনলাইন যোগাযোগ ম্যাধম বন্ধ করা হয়েছে।

তথ্যপ্রযোক্তি এতোটাই দূরে চলে গেছে যে ভাইবার বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগের উপায় বের করে নিচ্ছে অনেকেই। 

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, গত সেপ্টেম্বর শেষ নাগাদ বাংলাদেশে ইন্টারনেট প্রায় সাড়ে ৫ কোটি।
বিটিআরসির সূত্রের খবর, তিন থেকে চার দিনের মধ্যে ফেসবুক আবার চালু হতে পারে। তবে পরিস্থিতি বুঝে প্র্যযোজনে আবারো তা বন্ধ করা হবে।  

বিডিটাইমস৩৬৫ডটকম /এস, এম বাপ্পী

উপরে