আপডেট : ২৫ নভেম্বর, ২০১৫ ১৬:২৭

আমিরকে চান না ইনজামাম

অনলাইন ডেস্ক
আমিরকে চান না ইনজামাম

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির জাতীয় দলে ফেরার প্রহর গুনছেন। কিন্তু দেশটির অনেক সাবেক ক্রিকেটারই চাইছেন না আমিরকে জাতীয় দলে ফেরানো হোক। এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দিয়েছেন, যাতে করে ‘কলঙ্কিত’ পেসার আমিরকে জাতীয় দল থেকে দূরে রাখা হয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন মোহাম্মদ আমির। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরেও দারুণ নৈপূণ্য অব্যাহত রাখেন তিনি। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বোলিং ঝলক দেখিয়ে চলছেন আমির। ফলে নির্চাবকরা শিগগিরই তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করবেন বলেই মনে হচ্ছে। তবে ইনজামাম পিসিবিকে পরামর্শ দিয়েছেন আমিরকে দলে জায়গা না দেয়ার জন্য।

এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বলেন, ‘আমি মনে করি না, আমি বা স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকা অন্য দুই ক্রিকেটারকে পাকিস্তানি জাতীয় দলে ফেরানো ভালো কোনো আইডিয়া হবে।’

স্পট-ফিক্সিংয়ের কারণে শাস্তি ভোগ করা আমিরকে কেন জাতীয় দলে ফেরানো উচিত নয় তার ব্যাখ্যাও দিয়েছেন ইনজামাম, ‘আমি মনে করি, যদি আমিরকে জাতীয় দলের জন্য নির্বাচন করা হয় তবে দলে অন্য খেলোয়াড়দের মনোযোগ খেলা থেকে অন্য দিকে চলে যাবে এবং এটি আমিরের ওপর ক্রমান্বয়ে চাপ বৃদ্ধি করবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যদি আমিরকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারত সফরের দলে নেয়া হয় তবে মিডিয়া ক্রিকেট বাদ দিয়ে আমিরের দিকেই ফোকাস করবে। যার ফলে ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হবে।’
Caption

জাতীয় দলে ফিরলে আমিরকেও যে প্রচুর চাপে পড়তে হবে সেটিও জানান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘আমি কল্পনা করে দেখেছি, যদি পাকিস্তান কোনো ‘ক্লোজ’ ম্যাচে হেরে বা আমির ভালো পারফর্ম করতে না পারে তবে তাকে অনেক বেশি প্রশ্নের সম্মুখিন হতে হবে। কল্পনা করুন, যখন আমিরকে দর্শক ‘বিদ্রুপ’ করবে তখন ক্রিকেট থেকে দলের মনোযোগ নিশ্চিতভাবে সরে যাবে।’

প্রসঙ্গত, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে প্রথম ম্যাচে ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন আমির। এরপর দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন এই প্রতিভাবান পেসার। তৃতীয় ম্যাচে দল হেরে গেলেও ২৭ রানে ২ উইকেট লাভ করেন এই পাকিস্তানি পেসার।

বিডিটাইম৩৬৫ডটকম/জেডএম

উপরে