‘ওয়ান-ইলেভেনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠিত হয়েছে’

ওয়ান-ইলেভেনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, জাতি বিশ্বাস করে এই বাংলাদেশে গণতন্ত্রকে ধবংস করার জন্য কোন অশুভ শক্তি যাতে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ না পায় এবং তাদেরকে যারা সহায়তা করে তাদেরকেও বিচারের আওতায় আনা যাতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায়।
বিএনপিকে জনবিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের বিপক্ষে অবস্থান নেয়া এবং বারবার ভুল সিন্ধান্ত নেয়ার জন্য বিএনপি আজ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণেই তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছেন না। বিএনপির এই ব্যর্থতার দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা সান্ত্বনা খোঁজার চেষ্টা করছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে