ফের বিএনপি কার্যালয় দখলের হুমকি ‘আসল বিএনপি’র

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নয়া পল্টনের দলীয় কার্যালয় আবারও দখলের হুমকি দিলেন ‘আসল বিএনপি’র মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম। এ নিয়ে কর্মসূচি ঘোষণাও করেছেন তিনি।
জানা যায়, রোববার নাসিমের অনুসারীরা কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ডান দিক দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হবেন।
এ নিয়ে নাসিম বলেন, ‘বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত এক বছর ধরে কাজ করছি। বিএনপিতে যেকোনো মুহূর্তে দলীয় বিপ্লব ঘটানো হবে। তবে দিন-ক্ষণ ঠিক করে বিপ্লব হয় না।
গত ২ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলে আসেন কামরুল হাসান নাসিমের অনুসারীরা। তবে ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে- এমন খবর পেয়ে ওইদিন সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারারত অবস্থায় ছিলেন দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ফলে কার্যালয় দখেল করতে এসে নাসিমের অনুসারীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের তাড়া খেয়ে পিছু হটে যায়। তবে নাসিম নিজে ওই কর্মসূচিতে হাজির ছিলেন না।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম