আপডেট : ২৪ অক্টোবর, ২০১৬ ১৩:৪৬
লন্ডন যাচ্ছেন আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ
বিডিটাইমস ডেস্ক

আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন যাচ্ছেন।
আগামী বৃহস্পতিবার তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।
সাবেক সাধারণ সম্পাদকের ব্যক্তিগত এক কর্মকর্তার সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্ত্রীর অসুস্থার কারণ দেখিয়ে ১৫ দিনের ছুটি নিয়েছেন সৈয়দ আশরাফ।
গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ওয়ান ইলেভেনের পর দলের সঙ্কটময় সময়ে তিনি হাল ধরেছিলেন। সঠিক পথে পরিচালিত করেছেন আওয়ামী লীগকে।
সম্মেলনে তিনিই দলের সাধারণ সম্পাদক হিসেবে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেছিলেন।
জেডএম