আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৩৪
লিংকন ইউনিভার্সিটি কলেজে চলছে ‘স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’
লিংকন ইউনিভার্সিটি থেকে- মোহাম্মাদ জসিউর রহমান সেতু

আজ (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে চলছে মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
প্রতি বছরই লিংকন ইউনিভার্সিটি কলেজে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়। প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন বিভিন্ন দেশের নির্বাচিত শিক্ষার্থীরা। গত দুই বছর ধরে এই নির্বাচনে সহ সভাপতি এবং নানা গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়ে আসছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এবারও নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে লড়ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। আশা করা যাচ্ছে এবারের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হবে বাংলাদেশিদের কয়েকজন।
তারা জানায়, কয়েক বছর ধরে বাংলাদেশীরা বিজয়ী হয়ে গুরুত্বপূ্র্ণ ভুমিকা পালন করে আসছে, আশা করা যায় এবারও তারা নির্বাচিত হয়ে ছাত্র-ছাত্রীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম