আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৪৩
মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে
বিডিটাইমস ডেস্ক

ফরিদপুর, মাদারীপুর ও ঢাকা অঞ্চলসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া মঙ্গলবার শেষরাত থেকে বুধভার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও এতে বলা হয়েছে।
তাছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদফতর।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে