আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১৮:৫৭

ভারতীয় হাইকমিশনে রবীন্দ্রসংগীত সন্ধ্যা

অনলাইন ডেস্ক
ভারতীয় হাইকমিশনে রবীন্দ্রসংগীত সন্ধ্যা

রবীন্দ্র সংগীত নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে গান গাইবেন তানজিনা তমা।

তানজিনা তমা বাংলাদেশের সব বয়সের মানুষের প্রিয় শিল্পী। তিনি ছায়নটে সঙ্গীতের ওপর শিক্ষা নিয়েছেন। বর্তমানে শিক্ষক হিসেবেও কর্মরত রয়েছেন তারই শিক্ষা প্রতিষ্ঠানে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টিভি ও লাইভ অনুষ্ঠানে নিয়মিত অংশও নেন তমা।

তার প্রথম আ্যালবামের নাম ‘মধু যামিনী’। পরবর্তী আ্যালবাম ‘জীবনকথা’ তিনি ভারতে বাজারে অবমুক্ত করেন। আলবাম দুটিই শ্রোতা ও সমালোচকদের নজর কেড়েছে বলেও জানানো হয় কমিশনের বিবৃতিতে।

বিবৃবিতে জানানো হয়, দর্শক-শ্রোতাদের তমার গান উপভোগ করতে টিকিট কাটতে হবেনা। এমনকি লাগবেনা কোনো পাসও।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে

উপরে