আপডেট : ১৪ নভেম্বর, ২০২০ ২১:৩৯
উইঘুরে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে বি বাড়িয়ায় সমাবেশ
নিজস্ব প্রতিবেদক

চীনে উইঘুরে মুসলিমদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উইঘুর মুসলিম অধিকার সমর্থক গোষ্ঠির ব্যনারে ওই প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ জনগণ ওই সমাবেশে অংশ নেয়। প্রতিবাদ মিছিলে চীন দ্বারা উইঘুর মুসলমানদের সাথে অমানবিক আচরণের চিত্রিত প্ল্যাকার্ড উত্থাপন করা হয়।
সমাবেশে তারা উইঘুর মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার দাবি জানায়। তারা বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চীনা দূতাবাসের কাছে বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়েছে। সবশেষে অবরুদ্ধ উইঘুর মুসলিমদের জন্য দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।