আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৪৯
আবহাওয়া নিয়ে চরম দুঃসংবাদ, টানা বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা
অনলাইন ডেস্ক

ঋতুরাজ বসন্ত শুরু হতেই বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৫/২৬ ফেব্রুয়ারি থেকে দেশের অধিকাংশ এলাকায় সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে বৃহস্পতিবার আবহাওয়াবিদ সাহানা সুলতানা জানিয়েছেন, চলতি মাসের ২৪ তারিখে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ২৫/২৬ তারিখের দিকে অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম