বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ফের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ১ মে পর্যন্ত এই সকর্তবার্তা বলবৎ থাকবে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা এই সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর জঙ্গি হামলা হতে পারে। বিশেষ করে বড় জনসমাগমে এ হামলার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে গত সেপ্টেম্বরের পর থেকে ধারাবাহিকভাবে সহিংস হামলার ঘটনা বাড়ছে। এর মধ্যে দু’জন বিদেশি নাগরিক খুন হয়েছেন। এ ছাড়া ধর্মীয় সমাবেশ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন আইএস বেশির ভাগ ক্ষেত্রে হামলার দায় স্বীকার করেছে। এ ছাড়া, ভারত উপমহাদেশে আল কায়েদা শাখার প্রতিনিধিত্বকারী গোষ্ঠী লেখক, প্রকাশক ও মার্কিন ব্লগারসহ কয়েকজনের হত্যার দায় স্বীকার করেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, জঙ্গি হামলার হুমকি এখনো বাস্তব ও বিশ্বাসযোগ্য এবং এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে। জনগণের ভিড় ও সমাবেশস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আর মার্কিন সরকারের কর্মকর্তাদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে জনাকীর্ণ জায়গায় বেশি বেশি উপস্থিতি, হেঁটে বা ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত, বড় জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।