আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৪
নকল ৮ পুলিশকে ধরল আসল পুলিশ
বিডিটাইমস ডেস্ক

‘ভুয়া’ গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহে ৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মারুফ হোসেন সরদার সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতরাতে রাজাধনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ ভুয়া পুলিশ আটক করা হযেছে। তাদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেট, মনোগ্রাম, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ প্রতারণার কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।’
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে