আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:০২
'সরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম সহজ করতে ই-গভর্নেন্স চালু করতে হবে'
বিডিটাইমস ডেস্ক

কার্যক্রম সহজ করতে সরকারি সকল প্রতিষ্ঠানে ই-গভর্নেন্স চালু করার উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার রাজধানীতে এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ডিজিটাল বাংলাদেশ- ২০২১’ বাস্তবায়নে সকল সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে ই-গভর্নেন্সের কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তি নির্ভর একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তিরি আরো বলেন, অনেক সীমাবদ্ধতা থাকার পরও বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত করার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সব ধরনের সহায়তা দিচ্ছে।
বিডিটাইমস৩৬৫ডটক/আরকে