আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৪
এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় শনাক্ত ৩
বিডিটাইমস ডেস্ক

গত শুক্রবার দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিকসহ ৩ জনকে শনাক্ত করেছে গোয়েন্দারা। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন গোয়েন্দারা।
গোয়েন্দারা জানান, সিটি ব্যাংকের কালশী এটিএম বুথসহ আরও দুইটি ব্যাংকের বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই ব্যক্তিদের শনাক্ত করা হয়।
এছাড়া জালিয়াতির ঘটনা অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের একটি তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত শুক্রবার কার্ড জালিয়াতির অভিযোগে রাজধানীর বনানী থানায় মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। পরে এই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে