বিচারপতি নজরুলের সিদ্ধান্তকে স্বাগত অ্যাটর্নি জেনারেলের

মীর কাশেম আলীর আপিল শুনানি থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তার নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
সোমবার অ্যাটর্নি জেনারেল তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সাধুবাধ জানান।
তিনি বলেন, আমার ধারণা ছিল সরকারি সুযোগ-সুবিধা ছেড়ে নজরুল ইসলাম মামলা পরিচালনায় অংশ নিচ্ছেন না। কিন্তু আমাদের একজন প্রাক্তন সহকর্মী এই বিষয়টি আমাকে জানান যে, নজরুল ইসলাম সরকারি সুযোগ সুবিধা নিয়ে মামলা পরিচালনা করছেন। এরপরে আমি বিষয়টি আপিল বিভাগের দৃষ্টিতে এনেছি।
অ্যাটর্নি জেনারেল বলেন, নজরুল ইসলামের প্রতি আমার অভিমান বা ক্ষোভ নেই। তিনি তার মর্যাদা নিয়ে সমাজে থাকবেন এবং কোন প্রকার কথা না ওঠে সেটাই কাম্য।
এই জন্য আমি বলেছি যে, তিনি সরকারি সুবিধা নিয়ে মামলা পরিচালনা করছেন এটা নৈতিকতা বিরোধী।এছাড়া সরকারের তরফ থেকে মীর কাশেম আলীর মামলা পরিচালনা থেকে সরে আসার ব্যাপারের পর কোনো কিছু বলার প্রশ্ন আসে না।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে