আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৪
পশুপালন খাতকে করের আওতামুক্ত করা উচিত: মুস্তফা কামাল
বিডিটাইমস ডেস্ক

দেশের মানুষের পুষ্টি যোগানের স্বার্থে পশুপালন খাতকে করের আওতামুক্ত করা উচিত বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রবিবার রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) অন্যতম গুরুত্বপূর্ণ দিক পুষ্টির যোগান আসে পশুপালন খাত থেকে। খাতটি থেকে উল্লেখযোগ্য হারে কর আদায় হয় না। বর্তমানে করপোরেট ট্যাক্স কতো হয় তা হিসাব করলে দেখা যাবে, যে কর আদায় হয় তা একেবারে নগন্য।
এমন পরিস্থিতিতে দেশের মানুষের পুষ্টি যোগানের স্বার্থে খাতটিকে করের আওতামুক্ত করা উচিত।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে