আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৯
টহল পুলিশের নৌকাডুবি, খোয়া গেছে দুটি রাইফেল
বিডিটাইমস ডেস্ক

১২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় পুলিশের টহল নৌকা ডুবে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোহাগপুর গ্রামের ইটখোলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
নৌকায় থাকা পুলিশের তিন সদস্য সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও দুই কনস্টেবলের দুইটি রাইফেল খোয়া গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, ওই তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তারা সুস্থ হলে মূল ঘটনা জানা যাবে।