আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩৩
গুলশানে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক
বিডিটাইমস ডেস্ক

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে দিয়ে সাইকেলআরোহী এক যুবক বাসায় ফিরছিলেন। এ সময় একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরিফ (২৫) নামের ওই যুবককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ির এক এএসআই জানান, আরিফ মধ্য বাড্ডা এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রী; গ্রামের বাড়ি বরগুনায়। রাত সাড়ে ১২টার দিকে তার ভাই হেলাল তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।