আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০২
দায়িত্ব পালনে পুলিশের অবহেলা চরমে-ড. মিজানুর রহমান
বিডিটাইমস ডেস্ক

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, পুলিশের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে, তাই তাদের চিহ্নিত করে রোখা দরকার।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের (৪৫) মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে পুলিশ চরম অবহেলা করছে, যার কারণে এমন ঘটনা ঘটেই চলেছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম