জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য সংস্থা’র নির্বাহী সদস্য হলো বাংলাদেশ

জাতিসংঘের “বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)” এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশ তিন বছরের (২০১৬-২০১৮) জন্য জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য সংস্থা’র (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করবে।
বুধবার জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিগত সাত বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে-এটি তারই স্বীকৃতি।
তিনি আরও জানান, ২০০৯ সাল থেকে কৃষি উন্নয়নমুখী ব্যাপক কর্মকান্ড বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমি হ্রাস সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ চাল রপ্তানি শুরু করেছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪ কোটি টনে পৌঁছেছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গ্রামীণ দারিদ্র্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। গত ৭ বছরে মৎস্য, পোলট্রি ও দুগ্ধ উৎপাদন কয়েকগুণ বেড়েছে।
এছাড়াও মানুষের গড় আয়ু বেড়েছে। আর্থ-সামাজিক অন্যান্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে