গুলিবিদ্ধ হোটেল মালিকের লাশ ফুটপাতে

রাজধানীর দারুসসালাম থানাধীন টোলারবাগ এলাকার রাস্তার ফুটপাত থেকে মোহাম্মদ জুনায়েদ (৪২) নামের এক আবাসিক হোটেল মালিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দক্ষিণ বিসিল কুয়েতি মসজিদের সামনের ফুটপাতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়েছে বলে দারুস সালাম থানার এসআই মো. নাসির উদ্দিন জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাইয়ুম উজ্জামান বলেন, এক হোটেল মালিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
নিহত হোটেল মালিকের পরনে ছাই রঙের শার্ট ও প্যান্ট এবং পায়ে চামড়ার জুতা ছিল। তার বুকের বাম দিকে একটি গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা।
যেখানে তাকে ফেলে রাখা হয়েছে তার ধারে কাছে তেমন কোন ঘরবাড়ি নেই। মসজিদের পেছনে একটি স্কুল রয়েছে। তার পাশে রয়েছে সরকারি কর্মকর্তাদের দুটি স্টাফ কোয়ার্টার।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও ওই পুলিশ সদস্য জানিয়েছেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম