আপডেট : ১২ জানুয়ারী, ২০১৬ ১৫:৩৬
বেতন বৈষম্যের প্রতিবাদে ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি
অনলাইন ডেস্ক

বেতন বৈষম্যের প্রতিবাদে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা-২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন।
এদিকে, চিকিৎসকদের এই কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এসময় বিভিন্ন জরুরী চিকিৎসা নিতে আসা রোগীর অভিভাবকদের হাসপাতালের এদিক-সেদিক ছুটোছুটি করতে দেখা যায়।
এসময় হাসপাতালের টিকিট কাউন্টার পর্যন্ত বন্ধ রাখা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের কিছু দাবি আছে। তাই তারা কর্মবিরতি পালন করেছেন। তবে রোগীদের চিকিৎসায় যেন কোনো অবহেলা না হয়, সে ব্যাপারে তাদের অনুরোধ করা হয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/এআর