আপডেট : ১২ জানুয়ারী, ২০১৬ ১৫:০৪
পোষাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
অনলাইন ডেস্ক

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর আব্দুল্লাহপুর গোল চত্বর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকালে বেঙ্গল গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের বেতন-ভাতার দাবিতে এ অবরোধ ও বিক্ষোভ করছেন বলে জানা যায়।
জানা গেছে, সকাল ৮টা থেকে কারখানাটির সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সকাল ৯টার দিকে কারখানার সামনের ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।
অবরোধে এক ঘণ্টা ধরে মহাসড়কের যান চলাচলা বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা। এরপর পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে, কারখানায় সামনে বিক্ষোভ করতে থাকেন তারা।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে