আপডেট : ১২ জানুয়ারী, ২০১৬ ১৪:০৫
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আজ
অনলাইন ডেস্ক

টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দুই বছর পুর্তি উপলক্ষে মঙ্গলবার (১২জানুয়ারি) সন্ধা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ বেতার সহ বেসরকারি বিভিন্ন স্যাটেলাইল চ্যানেলে একযোগে প্রচার করা হবে।
ভাষণে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানসহ জনগনের কল্যানে তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১২ জানুয়ারি টানা দ্বিতীয় বারের মত সরকার গঠন করে আওয়ামী লীগ।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম