আপডেট : ২৭ নভেম্বর, ২০১৫ ১৬:২৫

বগুড়ার মুসল্লী হত্যা: আইএস-এর দায় স্বীকারের খবর সাইটে

অনলাইন ডেস্ক
বগুড়ার মুসল্লী হত্যা: আইএস-এর দায় স্বীকারের খবর সাইটে
ফাইল ফটো

বগুড়ায় শিয়া মসজিদে সেজদারতদের ওপর গুলি চালিয়ে একজনকে হত্যার ঘটনাতেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘দায় স্বীকারের’ খবর দিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। সেজদার সময় পেছন থেকে চালানো গুলিতে নিহত হন মুয়াজ্জিন, আহত হন আরও তিনজন।

জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েব পোর্টালে জানায়, ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

ঠিক এক মাস আগে পুরান ঢাকার ইমামবাড়ায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে গ্রেনেড হামলায় দুইজন নিহত হন, আহত হন শতাধিক। বাংলাদেশে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ হলেও শিয়াদের ওপর এ ধরনের হামলা এর আগে কখন্ও হয়নি।

ইমামবাড়ার ঘটনার পরও আইএস জড়িত বলে প্রকাশ করেছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

আইএসকে উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে লেখা হয়, “বাংলাদেশে খিলাফতের সৈনিকরা বহু-ঈশ্বরবাদীদের ধর্মীয় আচারের সময় বিস্ফোরণ ঘটিয়েছে।”

ওই তিনটি ক্ষেত্রে হামলাকারীরা মোটর সাইকেলে এলেও শিবগঞ্জে শিয়াদের মসজিদে হামলাকারীরা এসেছিল পায়ে হেঁটে। আর প্রতিটি ক্ষেত্রেই ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ আইএস- এর দায় স্বীকারের খবর দিয়েছিল, যাকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ সরকার।

বগুড়ার হামলার পর গণভবনে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মের নামে হামলাকারীদের ‘উন্মাদ’ আখ্যায়িত করে বলেছেন, যারা মসজিদে হামলা চালায়, তারা ‘সাচ্চা মুসলিম’ নয়।

এদিকে আইএস এর মাসিক পত্রিকা ‘দাবিক’ এর সর্বশেষ সংখ্যায় বলা হয়েছে, বাংলাদেশে একজন ‘আঞ্চলিক নেতার অধীনে’ তারা নতুন হামলার জন্য সংগঠিত হচ্ছে।

২০০৫ সালের ২১ অগাস্ট দেশব্যাপী জেএমবির বোমা হামলার কথা উল্লেখ করে শায়খ রহমানকে ‘উপ-মহাদেশের ১৯তম জিহাদি নেতা’ বলা হয়েছে ‘দি রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল’ শিরোনামে ওই নিবন্ধে।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে/জেডএম

উপরে