আপডেট : ২৪ নভেম্বর, ২০১৫ ১০:০৩

আজ থেকে ইতিহাস হচ্ছে হাতে লেখা পাসপোর্ট

অনলাইন ডেস্ক
আজ থেকে ইতিহাস হচ্ছে হাতে লেখা পাসপোর্ট

আগামীকাল থেকে বিশ্বের কোথাও আর হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না।প্রযুক্তির কল্যাণে হাতে লেখা পাসপোর্ট এখন হবে ইতিহাস। ২৫ নভেম্বর থেকে সবাইকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করতে হবে।

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এর পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী আজ ২৪ নভেম্বরের পর থেকে হাতে লেখা পাসপোর্ট বিদেশযাত্রা বা অবস্থানের ক্ষেত্রে বৈধতা হারাবে।  যে কোনো কারণে বিদেশে ভ্রমণ বা কর্মসূত্রে দেশের বাইরে অবস্থানের ক্ষেত্রে এমআরপি ব্যবহার করতে হবে। বাংলাদেশ সরকার ২০১০ সালের ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এমআরপি প্রকল্প চালু করে। পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায় এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষের হাতে এমআরপি পৌঁছে দেওয়া হয়েছে।বিদেশে অবস্থানরত বেশিরভাগ বাংলাদেশি এমআরপি হাতে পেলেও এখনো দুই লাখ থেকে তিন লাখ প্রবাসী বাংলাদেশির এমআরপি হয়নি।বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে দ্রুত এমআরপি করতে প্রবাসীদের আগে থেকেই অনুরোধ করে আসছে পাসপোর্ট অধিদপ্তর।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা যায়, হাতে লেখা পাসপোর্টধারীরা বিদেশ থেকে যদি কেউ আসতে চান, তাহলে তাৎক্ষণিকভাবে মিশন থেকে একটি পাসপোর্ট বা ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে পারবেন। এ ছাড়া যেসব প্রবাসী দেশে আছেন, তাঁদের জন্য জরুরি ভিত্তিতে এমআরপি করার সুযোগ থাকবে। দেশে-বিদেশে জরুরি প্রয়োজনে ৪৮ ঘণ্টার মধ্যে পাসপোর্ট সরবরাহ করা হবে।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডজেড

উপরে