রিশা হত্যার বিচার দাবিতে কাকরাইলে সড়ক অবরোধ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার খুনি ওবায়দুল খানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের সড়ক অবরোধ করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে স্কুলের সামনের নিহত রিশার সহপাঠী, স্কুলের শিক্ষার্থী, শুভার্থীরা অবরোধে অংশ নেয়।
এ সময় কাকরাইলের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
এদিকে, রিশার মৃত্যুতে স্কুলে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে রিশা হত্যার বিচার দাবি করে। তারা শিক্ষামন্ত্রীর সামনেই ‘উই ওয়ান্ট জাস্টিস‘ বলে স্লোগান দেয়।
এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, রিশার বাবা-মাসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
গত বুধবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এক বখাটের ছুরিকাঘাতের শিকার হয় রিশা। পরে গুরুতর আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার (২৮ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
জেডএম