সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে মন্ত্রীদের শোক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যরা শোক প্রকাশ করেছেন।
বুধবার পৃথক শোকবার্তায় মন্ত্রীরা বলেন, প্রমোদ মানকিনের মৃত্যুতে জাতি একজন সত্যিকারের রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। জাতি তার অবদান চিরদিন স্মরণ রাখবে। শোকবার্তায় তারা প্রমোদ মানকিনের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রিপরিষদের যে সকল সদস্য শোক প্রকাশ করেছেন, তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
বিডিটাইমস৩৬৫ডটকম/এমএইচ