আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ২০:৩২
সাংবাদিক পরিচয় কৌশলের অংশ; আইজিপি
অনলাইন ডেস্ক

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, সিনিয়র সাংবাদিবক শফিক রেহমানকে গ্রেপ্তারের সময় গোয়েন্দা পুলিশ তার বাসায় প্রবেশে সাংবাদিকের যে পরিচয় দিয়েছিল, এটি কৌশলের অংশ ছিল।
সোমবার (১৮এপ্রিল)বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে চলে যাবার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ঢাবির মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, পুলিশ বিভিন্ন সময় আসামি ধরার জন্য বিভিন্নরকম কৌশল অবলম্বন করে থাকে। কৌশলের অংশ হিসেবে কখনো ভিক্ষুক, কখনো হকার আবার কখনো অন্য পরিচয় দেওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রেও (শফিক রেহমানকে গ্রেপ্তারের সময়) কৌশল অবলম্বন করা হয়েছিল। তবে গোয়েন্দা পুলিশের গায়ে তখন জ্যাকেট পরা ছিল বলে জেনেছি।
বিডিটাইমস৩৬৫ডটকম/এমএইচ