আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৭:১৪
রাজধানীতে নির্মাণাধীন ভবনের রড পড়ে শিশুর মৃত্যু
বিডিটাইমস ডেস্ক

রাজধানীতে নির্মাণাধীন একটি ভবনের উপর থেকে পড়া রডের আঘাতে রিয়া মনি নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার একটি বাড়ীর তত্ত্বাবধায়ক এরশাদ হোসেনের মেয়ে।
সোমবার দুপুরে মগবাজারের মীরবাগে নতুন রাস্তায় এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন রাস্তার টিনশেড বাসা থেকে পাশের দোকানে যাওয়ার সময় নির্মাণাধীন ছয়তলা ভবনের উপর থেকে একটি রড রিয়ার মাথায় পড়ে।”
গুরুতর আহত রিয়াকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা পৌনে ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়।
এক ভাই এক বোনের মধ্যে রিয়া ছিল ছোট।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে