আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৭:৪৪
আশা করছি, মীর কাসেম চরম দণ্ড পাবেন : মাহবুবে আলম
বিডিটাইমস ডেস্ক

আপিলের রায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর চরম দণ্ড (মৃত্যুদণ্ড) বহাল থাকবে বলে আশা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার দুপুর সোয়া ১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, আশা করি কাল আপিলের রায়ে মীর কাসেম চরম দণ্ড পাবেন।
মীর কাসেম আলীর রায় ও প্রধান বিচারপতিকে নিয়ে সম্প্রতি দুই মন্ত্রী নিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছেন তাতে করে এ রায়ে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বিভাগের কাজ হলো- সাক্ষী ও তথ্য-উপাত্ত ভিত্তি করে রায় দেওয়া। বাইরের কে, কী বলল, সেটি বিবেচনা করার সুযোগ নেই আদালতের। এসব বক্তব্য রায়ে কোনো প্রভাব পড়ে না।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে