আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১২:০৬
মিরপুরে সড়ক অবরোধ প্রত্যাহার
বিডিটাইমস ডেস্ক

গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে মামলা গ্রহণ ও দোষীদের শাস্তির আশ্বাসে মিরপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। সোমবার সকাল সোয়া ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি নিহতের স্বজনদের এ আশ্বাস দেন।
এর আগে গতকাল রবিবার সকালে গৃহকর্মী জলিকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে জানা যায়। কিন্তু এ ব্যাপারে পুলিশ মামলা নিচ্ছিল না বলে হত্যা মামলা গ্রহণ ও হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম