আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৬:২৬
খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ৫ এপ্রিল
বিডিটাইমস ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়িতে পেট্রোলবোমা মেরে যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের আদেশের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর অভিযোগপত্র পর্যালোচনা করে আদেশের জন্য নতুন এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামে এক যাত্রী।
এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শককে (এসআই) এম নুরুজ্জামান।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে