টিকাটুলিতে বাসচাপায় নিহত ১

রাজধানীর টিকাটুলিতে জয়কালী মন্দির সড়কে বাসচাপায় প্রদ্যুৎ পোদ্দার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত প্রদ্যুৎ পোদ্দার চাঁদপুর সদর উপজেলার আদালতপাড়া এলাকার বাসিন্দা সরজিৎ পোদ্দারের ছেলে।
নিহতের স্বজন দেবাশীষ বিশ্বাস জানান, তিনি রাজধানীর টিকাটুলিতে থাকেন। কয়েকদিন আগে প্রদ্যুৎ তার কাছে বেড়াতে আসেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি জয়কালী মন্দির সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস এসে তাকে চাপা দেয়। এতে প্রদ্যুৎ গুরুতর আহত হন। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম