জনকণ্ঠ সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সমন জারি

প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত।
সোমবার (২২ ফেব্রূযারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী এ সমন জারি করেন।
এর আগে সকালে ওই আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দিন খান। মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে আসামি করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ৬ষ্ঠ পাতায় ‘অবসরের পরে রায় লেখা : এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। বাদী দাবি করেন, এতে প্রধান বিচারপতিসহ তার সম্মান ক্ষুণ্ন হয়েছে।