আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৭
বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচার বন্ধে আদালতে রিট
বিডিটাইমস ডেস্ক

অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ‘বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্নকারী’ বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রকাশ-প্রচার বন্ধে একটি রিট আবেদন হয়েছে আদালতে।
সোমবার সুপ্রিম কোর্টের রিটটি করেন আইনজীবী এস এম জুলফিকার আলী।
বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুন্ন হয়- বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর এমন বক্তব্য-বিবৃতি সব গণমাধ্যমে প্রকাশ-প্রচার করা থেকে বিরত রাখতে তথ্য সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না, সেই রুল চাওয়া হয়েছে এই আবেদনে।
রুল হলে বিচারাধীন থাকা অবস্থায় তথ্য সচিবের প্রতি ওই নির্দেশনা দেওয়ার আরজিও জানিয়েছেন আইনজীবী জুলফিকার।
অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে বিচারপতি শামসুদ্দিন প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করার অভিযোগ তোলার পর আলোচনা-সমালোচনার মধ্যে এই রিট আবেদন হল।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে