বন্ধ হচ্ছে অনিবন্ধিত অনলাইন পত্রিকা!

দেশ বিদেশে যে যেভাবে পারছেন খুলে বসছেন নাম সর্বস্ব অনেক অনলাইন পত্রিকা। প্রচার করছেন উদ্ভট অশ্লীল সংবাদ। এমনই অভিযোগ ও তথ্য উঠে এসেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে।
সরকারের ঘোষণা অনুযায়ী যেসব অনলাইন পত্রিকা নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত হবে না, সেগুলো বন্ধ করে দেওয়া দেওয়ার সুপারিশ জানিয়েছে সংসদীয় কমিটি।
২১ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠক এ সুপারিশ গৃহীত হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, “প্রত্যেকের কিছু নীতি-নৈতিকতার মধ্যে থাকা উচিত। কিন্তু অনেকে সেগুলো প্রয়োজন মনে করছেন না। যখন যেভাবে পারছেন অনলাইন খুলে দিচ্ছে। আর উদ্ভট ও অশ্লীল সংবাদ প্রচার করছেন। তাই অনিবন্ধিত অনলাইন বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি”।
তথ্য অধিদফতরের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য সংসদীয় কমিটি কর্তৃক পরিদর্শনের সিদ্ধান্ত হয় বৈঠকে।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি সদস্য তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ এবং সিমিন হোসেন (রিমি), তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ প্রমুখ।