আপডেট : ১১ জানুয়ারী, ২০১৬ ১২:১৮
এসআই মাসুদ শিকদার প্রত্যাহার
বিডিটাইমস ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা গোলাম রাব্বিকে আটকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠার পর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পুলিশের মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে রাব্বীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মোহাম্মদপুর থানার একটি টহল দল।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম