আপডেট : ৫ জুন, ২০১৬ ১৯:৪০
ছাগল শিকারে এসে ধরা খেলেন অতিকায় অজগর! (ভিডিও)
বিডিটাইমস ডেস্ক

চুপিসাড়ে ছাগল খেতে এসেছিল। হয়তো ভেবেছিল, চুপচাপ কাজ সেরে পালিয়েও যেতে পারবে কিন্তু কপালে দুর্গতি লেখা থাকলে, খণ্ডাবে কে? তার আগেই ধরা পড়ে গেল বিশালাকার ইন্ডিয়ান রক অজগর।
জলপাইগুড়ির গাজলডোবার নধাবাড়ি এলাকায় রক পাইথনটিকে ছাগল শিকার করতে দেখে বন-দফতরকে খবর দেন গ্রামবাসীরা। বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কর্তা সঞ্জয় দত্ত জানান, খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে যান। দেখেন নিজের ১১ ফুট দৈঘ্যের বিশাল দেহ দিয়ে ছাগলটিকে জাপটে ধরে পিষে মারার চেষ্টা করছে পাইথনটি।
সঙ্গে সঙ্গেই পাইথনটির মাথার দিকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। এর পরে জড়িয়ে রাখা ছাগলটিকে মুক্ত করা হয়। যদিও ছাগলটিকে বাঁচানো যায়নি। পরে পাইথনটিকে বৈকুন্ঠপুর জঙ্গলের সরস্বতীপুর জঙ্গলের ৪ নম্বর কম্পার্টমেন্ট এ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বনকর্তা সঞ্জয় দত্ত।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে