আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৭:৪৫
সিংহ শাবকদের ফটোসেশন
অনলাইন ডেস্ক

বড়দের বিষয়টা ভিন্ন। খুব একটা সতর্ক না হলেও চলে। তারপরও একসঙ্গে আট নয়জনের প্রত্যেকের সঠিক প্রস্তুতিতে ছবি তোলা কঠিন, আর সেখানে যদি আটজন শিশু হয় তাহলে তো কথাই নেই। তিনজন ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো একজন নিচের দিকে, আর এক জন অন্যজনের দিকে তাকিয়ে আছে। কেউ বা হাসছে, কারো মাথা বাকা হয়ে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারো চোখ বন্ধ থাকাটা খুবই স্বাভাবিক। সঠিকভাবে ছবি তোলা কঠিনই বটে। সেখানে আট বাচ্চাসহ সিংহের নির্ভুল ছবি তোলা বিষ্ময়কর ঘটনা। অথচ আফ্রিকান ন্যাশনাল পার্কে এমন একটা ছবি দারুণ দক্ষতার সঙ্গে তুলেছেন এক ফটোগ্রাফার। মা সিংহ আর তার আট বাচ্চা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। পারফেক্ট ফটোসেশন যাকে বলে। দুর্লভ এক ছবি বটে।