বিমানেই বিড়ি ফুঁকলেন ভারতীয় যাত্রী!

ট্রেনে এমন ঘটনা আকছার ঘটে। তাই বলে মাঝআকাশে বিমানে?
দিল্লি থেকে মুম্বই আসার পথে বুধবার একটি ইন্ডিগো বিমানের বাথরুমে ঢুকে বিড়ি খাওয়ার অপরাধে এক যাত্রীর ২০০ টাকা জরিমানা হয়েছে। মুম্বইয়ের ভায়ান্ডারের বাসিন্দা বিনোদ কুমার নামে ৫৮ বছর বয়সি ওই যাত্রী প্রথমবার বিমানে সফর করছিলেন।
বিমানটি যখন মুম্বইয়ে অবতরণ করছিল, তখনই বাথরুমে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি। বাথরুমে ঢুকে ওই যাত্রী বিড়ি ধরাতেই বিমানের স্মোক ডিটেক্টরের মাধ্যনে বিষয়টি বিমানকর্মীদের নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলটকে জানানো হয়। পাইলট ওই যাত্রীর সম্পর্কে গ্রাউন্ড স্টাফদের আগাম সতর্ক করেন। বাথরুম থেকে বেরনোর পরে বিনোদ কুমারকে বলা হয় যে বিমানে ধুমপান করা নিষিদ্ধ।
বিমানটি মুম্বাইয়ে অবতরণের পরে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও আপাতত ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন তিনি। যদিও বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে ধুমপান করা যে নিষিদ্ধ, তা জানতেন না ওই যাত্রী।