আপডেট : ৫ মার্চ, ২০১৬ ২১:৪৩
ভারতীয়দের ৭টি মুদ্রাদোষ
বিডিটাইমস ডেস্ক
ভালো মন্দ মিলিয়েই মানুষ। অনেকেরই এমন কিছু অভ্যাস আছে যেগুলোকে বদঅভ্যাস কিংবা মুদ্রাদোষ বলা হয়ে থাকে। যত্র-তত্র থুতু ফেলা, পানের পিকে দেওয়াল রাঙানো, গলির মোড়ে দাঁড়িয়ে হিসি করা এইসব পুরনো বদভ্যাসকে ছাড়তে পারেনি ভারতীয়রা। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু বেয়াড়া হ্যাবিট। কী সেগুলো? এবেলার সৌজন্যে আমাদের মাধ্যমে জেনে নিন আপনিও-
• এটিএম-এর স্টেটমেন্টের কাগজ নির্দিষ্ট বিন-এর বাইরে ছুড়ে ফেলা।
• জল অথবা কোল্ড ড্রিংক খেয়ে পেট বোতলটি রাস্তায় নিক্ষেপ।
• সেলিব্রিটি-চর্চা। যেখানে-সেখানে। স্থান-কাল না-মেনেই।
• সেলফি-অবসেশন।
• ছেলেদের ফেয়ারনেস ক্রিম ব্যবহার।
• অসহিষ্ণুতা নিয়ে বিতর্কে নিজেই অসহিষ্ণু হয়ে পড়া।
• @-কে ‘অ্যাট’ না বলে ‘অ্যাট দ্য রেট’ বলে উল্লেখ করা।