পর্ন সিনেমায় জড়িতরা কে কত টাকা পারিশ্রমিক পান?

পর্নগ্রাফিক সিনেমার সঙ্গে জড়িতরা ঠিক কত টাকা পারিশ্রমিক হিসেবে পান সেই জল্পনা দীর্ঘদিন ধরেই চলে আসছে। সেই জল্পনায় ইন্ধন দিল এক মার্কিন ওয়েবসাইটের রিপোর্ট। সেখানে দাবি করা হয়েছে হলিউডের এক বিখ্যাত পর্ন সিনেমার নির্মাতাদের কাছ থেকে এই ধরনের ছবি তৈরির খরচের বিস্তারিত তালিকা হাতে এসেছে। দেখা যাচ্ছে মহিলা পর্ন তারকাদের থেকে পুরুষ পর্ন তারকারা বেশি টাকা পারিশ্রমিক পান। তবে মূল ধারার সিনেমার মতই একবার জনপ্রিয়তা অর্জন করতে পারলে অনেক টাকার অফার আসে। সেই তালিকাটিই এখানে দেওয়া হল। গড়ে কারা কত পান (ছবি পিছু)
মহিলা পর্ন পারফরমার-- ৩০০ থেকে ১৫০০ মার্কিন ডলার (টাকায় প্রায় ২৪ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা)
মহিলা পর্ন পারফরমার (সমকামী দৃশ্যের জন্য)- ৭০০ থেকে ১২০০ মার্কিন ডলার ( প্রায় ৫৬ হাজার থেকে ১ লক্ষ টাকা)
পুরুষ পারফরমার- ৫০০ থেকে ১৫০০ ডলার ( প্রায় ৪০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা)
পরিচালক-- এক হাজার থেকে ৩ হাজার মার্কিন ডলার ( প্রায় ৮০ হাজার থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা)
ক্যামেরাম্যান- ৫০০ থেকে ৭০০ মার্কিন ডলার ( প্রায় ৪০ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা)
সাউন্ড টেকনিশিয়ান-৩০০ থেকে ৪০০ মার্কিন ডলার ( প্রায় ২৪ হাজার থেকে ৩২ হাজার টাকা)
লেখক- ২৫০ থেকে ৪০০ মার্কিন ডলার ( প্রায় ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা)
স্টিল ফোটোগ্রাফার- ৫০০ মার্কিন ডলার ( প্রায় ৪০ হাজার টাকা)
মেক আপ আর্টিস্ট-৫০০ মার্কিন ডলার ( প্রায় ৪০ হাজার টাকা)