আপডেট : ৯ জানুয়ারী, ২০১৬ ২০:০৫
বাস্তব ভ্যাম্পায়ার! রক্তপানে ৩০ বছর পার
আন্তর্জাতিক ডেস্ক

সিনেমায় ভ্যাম্পায়ারকে দেখেছেন অনেকেই। আপনি হয়তো ভাবছেন, বাস্তবে এমনটি ঘটা একেবারেই অসম্ভব। আপনার ভাবনাকে টলিয়ে দিয়ে সত্যিকারের এক ভ্যাম্পায়ারের খবর শুনুন।
বিচিত্র রকম নেশার কথা আমরা অনেকেই শুনেছি। কেউ বই পড়ে কেউ আবার অ্যালকোহল পান করে। তবে এসব নেশার কোনটাই না করে নিজেকে রক্তপানে নিয়োজিত রাখলেন জুলিয়া ক্যাপলেস নামে এক নারী।
এটা রূপালী জগতের কোন সিনেমার কথা নয়, একেবারেই বাস্তব!
৪৫ বছরের এই মহিলা জলের চেয়েও রক্ত পান করতে বেশি ভালবাসেন। ঘণ্টায় ঘণ্টায় তার তাজা রক্ত খাওয়া চাই।
৩০ বছরেরও বেশি সময় ধরে পেনসিলভিনিয়ার বাসিন্দা সেই মহিলা রক্ত খেয়ে বেঁচে আছেন। পার্টিতে গেলে মদ নয় সে রক্ত খেতেই বেশি পছন্দ করে। জুলিয়ার রক্ত নেশার জন্য অনেকে রক্তদানও করেছেন। সারাদিনে ২লিটার রক্ত না খেলে তার চলে না।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম